ক্যাম্পাস প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। মৎস্য অধিদপ্তরের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের আয়োজনে আজ ২০ আগস্ট ২০২৩ রোজ রবিবার সকাল ১০টায় শেকৃবি'র বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন পুকুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে কার্প জাতীয় ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা ও জরিপ) সৈয়দ মো: আলমগীর, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: রেজাউল করিম, মৎস্য অধিদপ্তরের ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাফর উল্লাহ, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো: আব্দুল লতিফ, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের অন্যান্য শিক্ষক, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, শেকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক ড. আল শামসুল হক (সাগর) ও অনুষদের শিক্ষার্থীবৃন্দ।
মাছের পোনা অবমুক্তির পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রদক্ষিন করে শেখ কামাল ভবনের সামনে এসে শেষ হয়।