সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই। তিনি বলেন, কৃষি গবেষণার কল্যাণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি তিনি তরুণ কৃষিবিদদের গবেষণায় মনযোগী হবার আহবান জানান।
আজ ৬ ফেব্রুয়ারি (সোমবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের উদ্যোগে ২দিন ব্যাপী “রিসার্চ গ্রান্ট এপ্লিকেশন রাইটিং” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
২দিন ব্যাপী এই কর্মশালা ৮০ জন সহকারী প্রফেসর ও লেকচারার অংশগ্রহণ করেছেন।