ইসলামিক ডেস্ক: দেশের উত্তরের জেলাগুলিতে বেশ জাঁকিয়ে শীত নেমেছে এর সাথে রয়েছে বৃষ্টির আভাষ। শীতের তীব্রতা আরো ক'দিন থাকবে এটা সহজেই অনুমেয়। এ সময়ে চরম কষ্টে দিন অতিবাহিত করছেন গ্রাম-গঞ্জ ও চরাঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধা-শিশু। ধনী-গরীব মিলেই আমাদের এ সমাজ। সমাজে বিপদে-আপদে অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত।
গরম কাপড়ের অভাবে জবুথবু হয়ে রয়েছে অসহায় মানুষগুলি। আপনার সামান্য সহায়তা, পুরনো কাপড় হাসি ফোঁটাতে পারে শীতার্ত মানুষের মুখে। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। সম্পদশালী ব্যক্তি তাঁর সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন। পবিত্র কোরআন ও হাদিছে এসব কথা অনেকবার বর্ণিত হয়েছে।
আসুন আমরা সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করি। নিশ্চয়ই আল্লাহ সবাইকে সে তাওফিক দান করবেন।-আমিন