ইসলামিক ডেস্ক:সত্য সবসময় সুন্দর; সত্যের পরিধি ব্যাপক এর মধ্যে রয়েছে অনেক গুণ। সত্য মানুষকে অনেক কিছু নিয়মনীতি শেখায় যার কারণে সমাজ জীবন এবং পরিবার সব জায়গায় শান্তি বিরাজ করে। এজন্য সত্য জানা আবশ্যক। সত্যই মানুষকে সুপথের পথিক করে। মানুষ কখনো সত্য থেকে বিমুখ হতে পারে না।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদের বেশির ভাগ অনুমানেরই অনুসরণ করে। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। ’ (সুরা ইউনুস, আয়াত : ৩৬)
সত্যের কারণে শৃঙ্খলা, দায়িত্বশীলতা, চরিত্র, বিশ্বাস আর নীতিতে মানুষ অটল থাকে। স্বাভাবিক কারণেই এগুলো খুবই কঠিন বিষয়। এগুলোকে গর্তে ঝেঁটিয়ে ফেলে দিতে সত্য আমাদের সমর্থন দেয় না। সত্য মানুষকে পথ দেখায়, সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়, বাধার পাহাড় ডিঙাতে শক্তি দেয় আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সুগম করে দেয়।
ইতহাস ঘাটলে দেখা যায় সত্যের পথে থেকেই যেমন বহু জাতি পৃথিবীর বুকে দাবড়ে বেড়িয়েছে, তেমনি সত্যের পথ থেকে দূরে সরে গিয়ে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। তাই আসুন আমরা সদা সত্য কথা বলি, ন্যায়ের পথে চলি। নিশ্চয়ই রাব্বুল আলামিন আমাদেরকে সকল বাঁধা-বিঘ্ন পেরিয়ে সামনের দিকে চালিত করবেন। মহান আল্লাহ সুবহানা ওয়াতালা আমাদের সর্বক্ষেত্রেই সাহায্য করবেন-আমিন