ইসলামিক ডেস্ক: ইসলামের পাচটি স্তুম্ভের মাঝে অন্যতম গুরুত্বপুর্ণ একটি হচ্ছে যাকাত। বছরের যেকোন সময়েই যাকাত দেয়া যায়। তবে রমজান মাসে দেয়া উত্তম কারণ এই মাসে নিশ্চিতভাবে যেকোন ভাল কাজের জন্য অনেক বেশী সওয়াব পাবেন। যাকাত নিজের এলাকায় অভাবগ্রস্থ মানুষ/আত্মীয়-স্বজনদের মাঝে দেয়ার চেষ্টা করবেন।
ইসলামে বেশী সম্পদ অর্জনে বাধা নেই বরং যতটা সম্পদশালী হবেন ততটা অন্যের উপকার করতে পারবেন। লোক দেখানোর জন্য লুঙ্গি/কাপড় যাকাত না দিয়ে সরাসরি টাকা দেওয়া ভালো। যাকাত সম্পর্কিত আরো তথ্য জানতে আপনার নিকটস্থ মসজিদের খতিব হুজুরের কাছে যেতে পারেন নিশ্চয়ই তিনি উত্তম পরামর্শ তিনি দিতে পারবেন।
আসুন আমরা সকলেই এ পবিত্র মাহে রমজানে সঠিক নিয়ম অনুযায়ী যাকাত প্রদান করি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকল নিয়্যত পূরণ করবেন।-আমিন