ইসলামিক ডেস্ক: দেখতে দেখতে রমজান মাসের অর্ধেক চলে গেল। আমরা এখন মাগফিরাতের দশক অতিক্রম করছি। রমজান আমাদের আত্মাকে আরো পরিশুদ্ধ করুক সেইভাবে আমরা ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হই। রমজান আপনাকে শান্ত ও প্রশান্ত করুক। আপনার আত্মার জন্য এটি প্রয়োজন।
মাহে রমজান আমাদেরকে আরো স্বচ্ছ ও পরিশুদ্ধ করুক। সর্বশক্তিমান এর রহমতের কথা আমাদের স্মরণ করে কাজ করতে হবে। আমাদের হৃদয় যেন তার প্রতি সর্বদা কৃতজ্ঞতায় থাকে সে বিষয়গুলির প্রতি লক্ষ রেখে চলি। সর্বশক্তিমানের নৈকট্য পেতে আমাদের হৃদয়কে আরো নরম হতে দিন। মহান রাব্বুল আলামিন এ মাগফিরাতের দশকে সকলের পাপাকে ক্ষমা করে দিন।-আমিন।