ইসলামিক ডেস্ক: নদী বা সাগর সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার কুদরতের অসংখ্য নিদর্শন-এর একটি। নানা প্রজাতির, নানা স্বাদের মাছ, প্রবাল, নানা ধরনের বালু, ঝিনুক ও শামুকসহ অজস্র জলজসম্পদ। এগুলো মানুষের জীবিকার মাধ্যমও বটে।
মানব ইতিহাসের সূচনা থেকেই মানুষ জীবিকার সন্ধানে নদী বা সাগরের শরণাপন্ন হয়েছে, এখনও হচ্ছে। উন্নত দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, যেসব দেশ নদী-সমুদ্রকে যত বেশি ব্যবহার করতে পেরেছে, সে দেশ তার অর্থনীতিকে তত এগিয়ে নিতে সক্ষম হয়েছে। আমাদের দেশের অর্থনীতির চাকাকে আরও সচল ও শক্তিশালী করতে নদী বা জলজসম্পদকে কাজে লাগানো জরুরি।
মানুষ আল্লাহ তায়ালার অগণিত নিয়ামত ভোগ করছে। আল্লাহ তায়ালা স্বয়ং বলেছেন- ‘আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং এসব নিয়ামতের শুকরিয়া আদায় আবশ্যক। আসুন মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জানাই।-আমিন