ইসলামিক ডেস্ক: ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আল্লাহ যাকে অর্থ-সম্পদ দিয়েছেন তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন।
মুমিন মাত্রই একে অন্যের ভাই। মুমিন বান্দা সেবি যিনি বিপদগ্রস্ত ও অভাবের সময় একে অন্যের প্রতি আন্তরিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করেন। কেউ যদি কোনো অভাবগ্রস্তকে সহযোগিতা দান করে তবে আল্লাহ তার ইহ ও পরকালের উভয় ক্ষেত্রে সহযোগিতা দান করবেন।
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো পার্থিব বিপদ দূর করবে আল্লাহ তায়ালা তার পরকালের বিপদ থেকে রক্ষা। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি গোপন করবে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে তার দোষ-ত্রুটি গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার মুসলিম ভাইয়ের সাহায্যে রত থাকে। -মুসলিম-৬৯৯, তিরমিজি-১৪২৫, বুলুগুল মারাম-১৪৬৫।
মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদে-আপদে পাশে থাকার তাওফিক দিন।-আমিন