ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে রেনাটা এনিম্যাল হেলথের নলেজ শেয়ারিং অনুষ্ঠান

এগ্রিলাইফ প্রতিনিধি: জামালপুরে রেনাটা এনিম্যাল হেলথের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভেটেরিনারিয়ানদের নলেজ শেয়ারিং অনুষ্ঠান। বুধবার (২৬ নভেম্বর) নগরীর গ্র্যান্ড সাফির হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে জামালপুর ও শেরপুর জেলার প্রাইভেট ভেটেরিনারিয়ানরা অংশগ্রহণ করেন।

রেনাটা এনিম্যাল হেলথের ময়মনসিংহ রিজিওনের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ফারুক হোসেন। সায়েন্টিফিক সেশন পরিচালনা করেন প্রোডাক্ট ম্যানেজার ডাঃ মাজহারুল ইসলাম অপু,। তিনি রেনাটার বিভিন্ন প্রোডাক্ট ও আধুনিক প্রাণি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে জামালপুর ভেট ডক্টরস এসোসিয়েশনের ৩০ জন প্রাইভেট ভেটেরিনারিয়ান অংশ নেন। তারা মাঠ পর্যায়ে প্রাণি চিকিৎসা ও ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের নলেজ শেয়ারিং সেশন মাঠ পর্যায়ের ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধি, রোগ নির্ণয়ে আধুনিক পদ্ধতির প্রয়োগ এবং প্রাণিস্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রেনাটা এনিম্যাল হেলথের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়মূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের পেশাগত উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষে কাজ করছে রেনাটা এনিম্যাল হেলথ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ডিনারে অংশ নেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।