নওগাঁ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেনঃ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা গত ১৫ জানুয়ারী/২০২৬ তারিখ উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ এর জেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভাপতি ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব মোছা: হোমায়রা মন্ডল এর সভাপতিত্ত¡ করেন। সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে মূল বক্তব্য উপস্থাপন করেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ জনাব মো: খলিলুর রহমান। তিনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে নওগাঁ জেলার রবি মৌসুমের অর্জন ও খরিপ-১ মৌসুমের জন্য গৃহিত কার্যক্রম তুলে ধরেন। রবি মৌসুমে অর্জন ও খরিপ-১ মৌসুমে চাষকৃত বোরো ধান রোপন, সবজি চাষ, সরিষা চাষ, ডাল, তেল ফসল চাষ ও ভৃট্টা চাষের কথা উল্লেখ করেন। তিনি এসকল ফসল সফল ভাবে উৎপাদনের জন্য গৃহিত পদক্ষেপগুলোর মধ্যে আধুনিক জাত নির্বাচন, আউশ ধান চাষ, ডাল ও তেল ফসল চাষ, সুষম মাত্রায় সার প্রয়োগ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, কৃষক প্রশিক্ষন, সেচ ব্যবস্থাপনা ও বাদামী গাছ ফড়িং দমনে কৃষক সচেতনতা বৃদ্ধির মত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ব্যস্তবায়নের জন্য কমিটির সদস্যদের সহযোগীতা কামনা করেন।

আলোচনা পর্বে কমিটির সদস্য রাজশাহী বিএডিসি (বীজ) এর উপপরিচালক কৃষিবিদ কেএম গোলাম সরওয়ার বলেন, বোরো ধানের বীজের কোন ঘাটতি নাই এবং ভালমানের বীজ সরবরাহ করা সম্ভব। বোরো এবং আউশ এর জন্য সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

আলোচনা পর্বে কমিটির সদস্য রাজশাহী ফল গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: শফিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাতে ব্যাপক ফলের বাগান রয়েছে যার ৯০ ভাগ হচ্ছে আম বাগান। উন্নত জাতের আম গাছ লাগানো হলে এবং নিরাপদ আম উৎপাদন করা হলে বিদেশে রপ্তানী করা সম্ভব। আম বাগান তৈরীতে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা পর্বে কমিটির সদস্য রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোছা: ফরিদা ইয়াছমিন বলেন, কৃষি তথ্য সার্ভিস মূলত মিডিয়া ভিত্তিক কাজ করে থাকে। তন্মধ্যে বাংলার কৃষি, বেতারে কৃষি অনুষ্ঠান প্রচার, কৃষিকথা, কৃষি বিষয়ক চলচিত্র প্রদর্শন করে থাকে এবং চাঁপাইনবাবগঞ্জ পরমানু গবেষনা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মদ চৌধুরী বলেন, পরমানু গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত বিনা জাতের ধান, সরিষা, ডালের উন্নত রয়েছে। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃষি প্রযুক্তি সম্প্রসারনের বিষয় তুলে ধরেন ও সমাধানে সহযোগীতার আশ্বান প্রদান করেন।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, নওগাঁ জেলা খাদ্যে স্বয়ংসম্পন্ন। উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি সম্ভব। তাই কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে সহযোগীতা নওগাঁর কৃষি আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অতিরিক্ত উপ পরিচালকগণ, ফল গবেষনা কেন্দ্র রাজশাহীর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএডিসি রাজশাহীর উপপরিচালক, বদলগাছি হটিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ, কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, সকল উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিসহ ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।