নাটোরে রবি ২০২৫–২৬ কর্মপরিকল্পনা অনুমোদন ও খরিপ-১/ ২০২৬–২৭ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

মোছাঃ সুমনা আক্তারী:নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত সোমবার ১৯ জানুয়ারি সকাল ১০টায় নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে রবি/২০২৫-২০২৬ মৌসুমের কর্মপরিকল্পনার পর্যালোচনা ও অনুমোদন এবং খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম এর কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: হাবিবুল ইসলাম খান ।

কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে মূল বক্তব্য উপস্থাপন করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম । তিনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে নাটোর জেলার রবি/২০২৫-২০২৬ ও খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের জন্য গৃহিত কার্যক্রম তুলে ধরেন। রবি ও খরিপ-১/২০২৬-২৭ মৌসুমে চাষকৃত বোরো ধান রোপন, সবজি চাষ, সরিষা চাষ, ডাল, তেল ফসল চাষ ও ভূট্টা চাষের কথা উল্লেখ করেন।

তিনি সকল ফসল সফলভাবে উৎপাদনের জন্য গৃহিত পদক্ষেপগুলোর মধ্যে আধুনিক জাত নির্বাচন, আউশ ধান চাষ, ডাল ও তেল ফসল চাষ, সুষম মাত্রায় সার প্রয়োগ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, কৃষক প্রশিক্ষণ, সেচ ব্যবস্থাপনা, আদর্শ বীজতলা তৈরী, এডব্লিউডি প্রযুক্তি ব্যবহার ও বাদামী গাছ ফড়িং দমনে কৃষক সচেতনতা বৃদ্ধির মত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাস্থবায়নের জন্য কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন।

আলোচনা পর্বে কমিটির সদস্য রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোছাঃ ফরিদা ইয়াছমিন বলেন, কৃষি তথ্য সার্ভিস মূলত মিডিয়া ভিত্তিক কাজ করে থাকে। তন্মধ্যে গণভোট-২০২৬ এর ভিডিও প্রদর্শন, এআইএসটিউব, বাংলার কৃষি, বেতারে কৃষি অনুষ্ঠান প্রচার, কৃষিকথা, কৃষি বিষয়ক চলচিত্র প্রদর্শন এসব বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

সভাপতির কৃষিবিদ মো: হাবিবুল ইসলাম খান বলেন, মাটি ও পানির সঠিক ব্যবস্থাপনায়, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। মাঠপর্যায়ের কৃষকদের সমস্যা চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কীটনাশকের ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।

সভায় নাটোর জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস,বেসরকারি কর্মকর্তা, বিসিআইসি সার ডিলার ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।