শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি। "গাছ লাগাই, পরিবেশ বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (০৮ জুলাই) বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রাং, সহকারী শিক্ষক আব্দুল ছালাম,আফছার আলী,লোকমান আলী,জাহাঙ্গীর হোসেন,মাইনুল সরকার অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।