শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুন ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ গাছ রোপণ করেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
এসময় মাদ্রাসা সুপার হযরত আলী সার্বিক ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন,সোহাগি খাতুন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, " শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছের গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। আশা করি, এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।"