শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ জুন ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ গাছ রোপণ করেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন।

এসময় মাদ্রাসা সুপার হযরত আলী সার্বিক ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন,সোহাগি খাতুন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, " শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছের গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। আশা করি, এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।"