শেকৃবিতে এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৯ জুলাই ২০২৫) সকাল ১০:০০ টায় টিএসসি’র ২য় তলায় মোট ১০৮ জন শিক্ষার্থীদের মাঝে এ সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়।

সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স প্রদান করে। এতে প্রাণি চিকিৎসা কার্যক্রম ও অস্ত্রোপচার সম্পন্ন করার সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি বিদ্যমান আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র ম্যানেজার (এগ্রোভেট) মোঃ রুবায়েত নুরুল হাসান। এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আমাদের দেশে গুণগত ভেটেরিনারি সার্জন খুবই জরুরী। কথা বলতে পারে না এ রকম নির্বোধ প্রাণীদের সফল অস্ত্রপাচার করার জন্য নিজেদেরকে দক্ষভাবে গড়ে তাগিদ দেন। তিনি আরোও বলেন সকলের প্রচেষ্টায় আমরা আমাদের ভেটেরিনারি হাসপাতালকে ঢাকার শ্রেষ্ঠ ভেটেরিনারি হাসপাতাল হিসেবে গড়ে তুলবো।