গবেষণায় উদ্ভাবনের ধারাবাহিকতা ধরে রাখতে বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান আজ বুধবার ৫ নভেম্বর ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ-র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

কর্মশালার মাধ্যমে গত ২০২৪-২০২৫ সনের গবেষণা কর্মসূচির মূল্যায়ন এবং অর্জিত অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৫-২০২৬ সনের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) দেশের কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত বারি’র বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের ৬৭৭টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৭২টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। অর্থাৎ, মোট ১,৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বারির বিজ্ঞানীরা।

এসব উদ্ভাবিত প্রযুক্তি ও জাতের ফলে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের পরিবর্তনশীল জলবায়ু, কৃষকের প্রয়োজন ও জাতীয় খাদ্যনিরাপত্তার লক্ষ্যকে সামনে রেখে নতুন প্রযুক্তি উদ্ভাবনের ধারাবাহিকতা রক্ষা করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালার কারিগরি অধিবেশনসমূহ আগামী ১১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, যেখানে বারি’র বিভিন্ন শাখার বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন।