সৃষ্টির নিদর্শনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ঈমানকে সুদৃঢ় করে

ইসলামিক ডেস্ক:মানবজাতিকে ভাবতে, গবেষণা করতে এবং সত্য সন্ধানের পথে ফিরে আসতে আহ্বান জানিয়ে কুরআনের সূরা আল–আম্বিয়া ৩০ নম্বর আয়াত আমাদের নির্দেশ করে যে সৃষ্টির নিদর্শনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা ঈমানকে দৃঢ় করার অন্যতম উপায়। মহান আল্লাহ তাআলা এই আয়াতে মনে করিয়ে দিয়েছেন আকাশ ও পৃথিবী একত্র অবস্থায় ছিল; পরবর্তীতে তিনি উভয়কে পৃথক করেছেন এবং সকল জীবন্ত সত্তাকে পানি থেকে সৃষ্টি করেছেন। এ বিস্ময়কর সৃষ্টি প্রক্রিয়া মানুষকে প্রশ্ন করে তবুও কি তারা ঈমান আনবে না?

এই আয়াতের তাৎপর্য বিশ্লেষণে আলেমরা বলেন, এখানে আকাশ পৃথিবীর এক অবিচ্ছেদ্য অবস্থা থেকে বিভাজনের যে বর্ণনা পাওয়া যায়, তা আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাঙ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একইভাবে “জীবন্ত সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছি” এই ঘোষণা জীববিজ্ঞানের মৌলিক সত্যকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। ফলে প্রকৃতি, বিজ্ঞান ও ওহির সমন্বিত সত্যের দিকে মানুষকে চিন্তা ও গবেষণায় উদ্বুদ্ধ করাই এই আয়াতের মূল বার্তা।

ইসলামিক স্কলারদের মতে, মহান রাব্বুল আলামিনের উপর ঈমান অটুট করতে প্রয়োজন সৃষ্টির নিদর্শন নিয়ে গভীর চিন্তা করা, কুরআনের আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন ও তাদাব্বুর করা, বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে আল্লাহর নিদর্শনের মিল অনুধাবন করা, নফল ইবাদত ও জিকিরের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করা এবং সৎ ইমানদার মানুষের সান্নিধ্যে থাকা। পাশাপাশি জীবনের প্রতিটি নিয়ামতের জন্য নিয়মিত শোকর আদায় করলে অন্তর আল্লাহমুখী ও ঈমান আরও দৃঢ় হয়।

মহান রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে আরো সুদৃঢ় করার তাওফিক দিন।-আমিন