কৃষিতে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে-সিকৃবি ভিসি

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, কৃষিতে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। আমাদের গ্র্যাজুয়েটদের সরকারি চাকুরীর পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করতে হবে।

ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিসন এবং ব্র্যাক সিড ও এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে কৃষি অনুষদের এমএস শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রুমিং সেশন “ক্যাম্পাস টু প্রফেশনাল ক্যারিয়ার”সেমিনারে তিনি এসব কথা বলেন।

সিকৃবি’র কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি‘র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, ব্র্যাক এইচআরডি‘র ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ সায়েদ ইবনে রাশেদ ও ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আবুল মনসুর।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ক্যারিয়ার গ্রুমিং এর মত ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। ক্যাম্পাসে অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে হলে শিক্ষার্থীদের আগাম প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রয়োজন, যা এই ধরনের সেমিনারের মাধ্যমে সম্ভব।

তিনি আরও বলেন, কৃষি ও শিক্ষা খাতের পাশাপাশি দেশের প্রায় সব উন্নয়নমূলক ও শিল্প সেক্টরেই ব্র্যাকের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে উন্নতমানের বীজ উৎপাদন ও বিপণনে ব্র্যাক একটি অগ্রগামী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক পরিসরেও ব্র্যাকের কার্যক্রম প্রশংসিত এবং কোয়ালিটি সিড উৎপাদন ও সরবরাহে ব্র্যাক বর্তমানে একটি বিশ্বাসযোগ্য নাম। তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।