
এগ্রিলাইফ২৪ ডটকম: এনজিও ফোরাম যশোরের কনফারেন্স রুমে আজ বুধবার ২৪ ডিসেম্বর সলিডারিডাড নেট ওয়র্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে Validation and short listing of the Climate-smart Agriculture, Regenerative Agriculture and water-efficient technology শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. রেজাউল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে চীফ সায়েন্টিফিক অফিসার, কৃষিবিদ ড. এ কে এম খোরশেদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. মোতাসিম আহমেদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল্লাহ আল রাশেদ, জেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. মনিরুল মামুন ও জেলা কৃষি প্রকৌশলী মো. সুজাউল হক উপস্থিত থেকে কর্মশালার বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ও প্রস্তাবনা তৈরিতে সহায়তা করেন।
কর্মশালায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের সলিডারিডাড এর ম্যানেজার -রিজেনারেটিভ ড. নাজমুন নাহার প্রকল্পের চলমান কার্যক্রম বর্ণনা করেন। সলিডারিডাড নেট ওয়ার্ক এর প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম বাস্তবায়িত ক্লাইমেট স্মার্ট কৃষি, রিজেনারেটিভ কৃষি ও ফসল চাষে সেচ সাশ্রয়ী প্রযুক্তিসমুহ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জলবায়ু-সহনশীল কৃষি, রিজেনারেটিভ কৃষি ও ফসল চাষে সেচ সাশ্রয়ী প্রযুক্তিসমুহের বিভিন্ন বিষয়াদি মাঠ পর্যায়ে প্রয়োগের চ্যালেঞ্জ ও সুপারিশ প্রদান করেন।
কর্মশালায় জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপনক কৃষিবিদ মোঃ রুবেল আলী, সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রায়হানুল ইসলাম চৌধুরী, সিনিয়র মনিটরিং ও ইভালুয়েশন অফিসার বিপ্লব কুমার সাহা, যশোর ও নড়াইলের উপজেলা ক্লাস্টার অফিসারগন অংশগ্রহণ করেন।
























