এগ্রিলাইফ২৪ ডটকমঃ গাজিপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। আজ রবিবার (২৭ অক্টোবর) এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে । জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রফেসর রহমান ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে কৃতিত্বের সাথে বিএসসি (এজি), ১৯৯৩ সালে বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে " মৃত্তিকা দূষণ গবেষণা " বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ২০০৮ সালে বশেমুরকৃবিতে অধ্যাপক হন। তিনি ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে(বিনা) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রফেসর ড. রহমানের ১০০ এর অধিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। এ পর্যন্ত ২৮ জনের অধিক পিএইচডি ও ৪৮ জন এমএস ছাত্রের সুপারভাইজার হিসেবে কাজ করছেন তিনি।
প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।
এগ্রিকালচারিস্ট'স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)'র সদস্য-সচিব প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সংগঠনটির সর্বস্তরের সদস্যবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।