নতুন ডিন পেলো বাকৃবির ভেটেরিনারি অনুষদ

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল অধ্যাপক ড. বাহানুরের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্মার্ট এগ্রিকালচার বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ১৯৭৯ সালে পাবনার মিয়াপুর হাজি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক বাহানুর ২০০২ সালে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং চাং গুং ইউনিভার্সিটি (সিজিইউ) এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে পোস্টডক করেন।

অধ্যাপক ড. বাহানুর ১৯৯১ সালে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে সহকারি অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

জানা যায়, অধ্যাপক ড. বাহানুরের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৭৮ টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথের আজীবন সদস্য।