মো.জুলফিকার আলী: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), সিলেট কর্তৃক আয়োজিত রাজস্বখাতের মাধ্যমে স্থাপিত "পলি হাউজের মাধ্যমে বিভিন্ন সেচ প্রযুক্তি স্থাপন ও প্রয়োগ" কাজের উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে তুরুকবাগ স্থানে ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন-মো. হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী-তিনি জানান- উদ্বোধনকৃত এই পলি হাউজটিতে ৪টি পদ্ধতিতে সেচ দেওয়া যাবে- ডিপ, স্প্রিংকলার, ফরো ও ফগ। এখানে যে কোন সময়ে রোগবালাইমুক্ত উচ্চমূল্যে সবজি চাষসহ বীজ উৎপাদন করা যাবে। এই প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপমাত্র, কীটপ্রতঙ্গ, ভাইরাসজনিত রোগের মত প্রতিকূল পরিস্থিতি মোকাবোলা করে উচ্চমূল্যের বীজ ও শাকসবজি, ফল ইত্যাদি উৎপাদন করা সম্ভব। এ পদ্ধতিতে পলিথিনের আচ্ছাদন থাকায় সুর্যে্যর ক্ষতিকর রশ্মি ভিতরে প্রবেশে বাঁধা পায় এবং খরা অতি বৃষ্টি, প্রাকৃতিক দূর্যোগেও ফসল অক্ষত থাকে।
উক্ত অনুষ্ঠানে মো মজিবুর রহমান,জেলা প্রশাসক, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মো.মোশাররফ হোসেন,বিভাগীয় কমিশনার, সিলেট। তিনি উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময়কালে বক্তব্যে বলেন, সিলেট অঞ্চলে পলি হাউজ স্থাপনের মাধ্যমে অসময়ে সবজীর বীজ ও চারা করা উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে এবং অসময়ে বীজ ও চারা পেয়ে স্থানীয় কৃষকেরাও উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে সিলেট অঞ্চলের কৃষির উৎপাদন বৃদ্ধি দ্বিগুন করতে হবে। নিরাপদ ফসল উৎপাদন ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্যে প্রশাসন ও কৃষি বিভাগসহ একযোগে কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
মো. হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী, বিএডিসি (সেচ) সিলেট এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ছিলেন-কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, ডিএই, সিলেট; ড.ইব্রহিম খলিল,যুগ্ম পরিচালক (সার) বিএডিসি সিলেট; কৃষিবিদ সুপ্রিয় পাল, যুগ্ম পরিচালক (সার) বিএডিসি সিলেট; প্রকৌ: প্রনজিত কুমার দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএডিসি (সেচ), সিলেট; প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী, (সেচ) বিএডিসি, সিলেট; মৌসুমী মান্নান, উপজেলা নির্বাহী অফিসার,গোলাপগঞ্জ; বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালম।
এছাড়াও কৃষিবিদ মো. মাশরেফুল আলম, উপজেলা কৃষি অফিসার, গোলাপগঞ্জ এবং সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা; মো.নাজমূল হাসান, উপসহাকরী প্রকৌশলী,(বিরানীবাজার ও গোলাপগঞ্জ) বিএডিসি, সিলেটের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও স্থানীয় চে গন্যমান্য ব্যক্তিবর্গ, পলি হাউজ ভূক্ত কৃষক ও এলাকার কৃষক-কৃষণীসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।
সিলেটের কৃষি নিয়ে একটি কথা প্রচলিত রয়েছে “সিলেটের কৃষি ভাবনা দিবানিশি” এই ভাবনার বড় অংশ জুড়ে রয়েছে সেচ ব্যবস্থা। তাই বৈশ্বিক মহামারী কাটিয়ে বর্তমান সরকার কৃষিতে বরাদ্দ অব্যাহত রেখেছে। এরই ধারবাহিকতায় এ বছর সিলেট অঞ্চলে ১১ কোটি টাকা রাজস্ব বরাদ্দ করা হয়েছে। রাজস্ব বরাদ্দের আওতায় নতুন করে ১৭ টি সেচযন্ত্র স্থাপন, ১৮৫০০ মি: পাইপ লাইন নির্মান, ১২ কি:মি খাল পুনঃখনন, ৪ টি স্কীমে স্প্রিংকলার সেচ পদ্ধতি প্রয়োগ, ০১ টি পলিহাউজ নির্মান, ৪ টি সুইসগেট পূর্নবাসন করা হয়েছে। এর মাধমে প্রায় ১০০০ হেক্টের জমি নতুন করে সেচের আওতায় এসেছে।
নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম ৯ এপ্রিল রাজাপুর ও ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন ব্লকে বোরো ধানের প্রদর্শনীপ্লট পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাস, ব্রির উপকূলীয় অঞ্চলে শস্যনিবিড়করণ কর্মসূচির কর্মসূচি পরিচালক ড. প্রিয়লাল চন্দ্র পাল, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বেলাল হোসেন, এসএসও ড. দেবোজিৎ রায় প্রমুখ।
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর মৎস্য বীজবর্ধন খামারের হলরুমে ডিএইর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।
এগ্রিলাইফ২৪ ডটকম: ইলিশের উৎপাদন যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সমীরণ বিশ্বাস: আম ও লিচু গাছে ফলঝরা সমস্যাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সমস্যার দরুণ গাছের প্রচুর ফল ঝড়ে যেয়ে কৃষক ক্ষতির সম্মুখীন হন। আম ও লিচুর ফলঝরা সমস্যা সমাধানের জন্য - আসুন জেনে নিই ফলঝরা রোধে কি কি করণীয় –
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র্রের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পিএসও ড. মো. আলিমুর রহমান ।