সমীরণ বিশ্বাস: যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি প্রতিষ্ঠানটির যাবতীয় শর্তপূরণ করেই এ নিয়োগ পেয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে বুশরা আফরিনকে। বুধবার (৩ মে) তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন তো বটেই, এশিয়ার কোন শহরের প্রথম চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে।
সমীরণ বিশ্বাস: জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের জন্য সংখ্যাধিক্যে সীমাবদ্ধ ছিলনা প্রজাতীর বৈচিত্রেও সমৃদ্ধ ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেজ্ঞগণ মনে করেন। কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল।
সমীরণ বিশ্বাস: পরিবর্তিত জলবায়ু উপযোগী কৃষি (climate resilient agriculture) বলতে অভিযোজন এবং ব্যবস্থাপনা কৌশল এবং সর্বস্তরে উপযোগী জীববৈচিত্র্য আনায়ন ইত্যাদি বোঝায় যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই কৃষির উন্নয়নের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রধান ফসলের ওপর ইতিমধ্যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত কারণে প্রধান ফসল ধান, ভুট্টা, আলু, ফুল, নারিকেল, লেবু জাতীয় ফল, পেয়ারা, লিচু ও পেঁপেতে বৈরী প্রভাব তৈরী হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা গ্রহণের সার্বজনীন সুযোগ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধ এবং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মতো বাংলাদেশের উন্নয়নমূলক অর্জনগুলোকে হুমকির মুখে ফেলেছে জলবায়ু পরিবর্তন।
দেলোয়ার জাহিদ: বাংলাদেশের সমুদ্র সাংবাদিকতার উদাহরণগুলি খুব একটা পুরানো নয়। ৯০ এর দশকে ডেইলি স্টার পত্রিকা দেশের উপকূলীয় সম্প্রদায়ের উপর অতিরিক্ত মাছ ধরা এবং দূষণের প্রভাব সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। সেই সময়ে, এই বিষয়গুলি জনসাধারণ বা সরকার দ্বারা ব্যাপকভাবে স্বীকৃত ছিল না এবং সংবাদপত্র সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০০০-সালের গোড়ার দিকে, অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর.কম, প্রথমআলো এবং টেলিভিশন স্টেশন চ্যানেল আই সহ বেশ কয়েকটি মিডিয়া আউটলেট সামুদ্রিক সমস্যাগুলির উপর আরও ব্যাপকভাবে কভার করতে শুরু করে। এর কিছু বিষয়ের মধ্যে রয়েছে মাছের মজুদের ক্ষয়, সমুদ্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাংলাদেশের নিচু উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি।
সমীরণ বিশ্বাস: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে রোগ-জীবাণুর ধরন। একদিকে সংক্রামক রোগগুলো যেমন নতুন মাত্রা লাভ করছে, তেমনি অসংক্রামক রোগের প্রকোপও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিত্য নতুন ভাইরাস ও ব্যাকটেরিয়া উদ্ভবের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শরীরের নানান পদ্ধতির পরিবর্তন হয়। এসব পরিবর্তন আমাদের অসংক্রামক রোগ (ক্রনিক বা লাইফ স্টাইল ডিজিজ) বাড়িয়ে দেয়।
দেলোয়ার জাহিদ: কৃষি-সাগর সাংবাদিকতা ক্ষুধা এবং দারিদ্র্য সম্পর্কিত সমস্যাগুলিকে মোকাবেলায় প্রকৃতপক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কৃষি এবং মৎস্য হল মূল খাত যা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের খাদ্য যোগান দেয় ও আয় প্রদান করে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে। এই খাতগুলি জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।