পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ক দুইদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। উপজেলার কুয়াকাটায় অস্ট্রেলিয়া এওয়ার্ড বাংলাদেশ এলামনাই সাপোর্টের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ খুরশিদ আলম।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর সদরদপ্তরের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিসেস কাকলি রায় এবং পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাশার।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ খুরশিদ আলম বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শুধু জ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটায় না, বরং কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য হলো স্থানীয় জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে কৃষকদের আরও টেকসই ও লাভজনক কৃষিকাজে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণে উপকূলীয় এলাকার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাদের মাঝে বিভিন্ন ধরনের ফলের চারা, সবজিবীজ এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।