টেকসই খামার গড়তে প্রান্তিক খামারিদের বিজ্ঞানভিত্তিক সমাধান দিচ্ছে বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড

এগ্রিলাইফ প্রতিনিধি: গত ১৩ই সেপ্টেম্বর (শনিবার) গাজীপুরের কাপাসিয়ার মাসুক বাজারে অবস্থিত বিসমিল্লাহ পোল্ট্রি প্রাঙ্গণে বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড-এর উদ্যোগে এক খামারি মিটিং অনুষ্ঠিত হয়। এই আয়োজনে খামারিদের সামনে Bioxy Enviro, Deprosin E Plus, Ayucee Liquid ও Mentofin®-এর সঠিক ব্যবহার, কার্যকারিতা ও উপকারিতা তুলে ধরা হয়। এসব আধুনিক সমাধান কিভাবে খামারকে নিরাপদ, পরিবেশবান্ধব ও লাভজনক করে তুলতে কার্যকর ভূমিকা রাখছে সেসব বিষয়ের বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে কারিগরী বক্তব্য উপস্থাপন করেন বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড-এর ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান, টেকনিকাল সার্ভিস অফিসার, এবং মো. মেহেদি হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার। বিসমিল্লাহ পোল্ট্রি এর প্রোপাইটর সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫ জন খামারি অংশগ্রহণ করেন।

খামারি ও পরিবেশকরা বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোম্পানির পণ্য তাদের খামার ব্যবস্থাপনায় নতুন আস্থা ও সাফল্য এনে দিচ্ছে।

বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড জানায়, তারা দেশের প্রতিটি প্রান্তিক খামারির পাশে থেকে নিরাপদ ও টেকসই খামার গড়তে কাজ করে যাচ্ছে যাতে খামারীরা একটি টেকসই পোল্ট্রি খামার পরিচালনা করতে পারেন। পাশাপাশি তারা ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত উপায়ে ডিম ও ব্রয়লার উৎপাদন করতে পারেন সে ব্যাপারেও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড।