নবীনদের ওরিয়েন্টেশন ২০২৫ ঘিরে শেকৃবিতে উৎসবমুখর পরিবেশ

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনভর ক্যাম্পাস জুড়ে ছিল নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

টিএসসি কমপ্লেক্সের সম্মুখ প্রাঙ্গণে সক্রিয় ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে রঙিন স্টল সাজায়। সংগঠনের সদস্যরা নতুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এবং ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান। সকাল ৯:০০টায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এবং ৯:৪৫ মিনিটে নবীন শিক্ষার্থীরা টিএসসি মিলনায়তনে আসন গ্রহণ করেন।

১০:০০টায় অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিল্লাল হোসেন আবির নামের এক ছাত্র এবং মোছাঃ ফাহমিদা আক্তার নামের এক ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন, এরপর ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ নবীনদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, “আদিযুগে কৃষিকাজের সূচনা করে মেয়েরা, তাই নতুন মেয়েদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়কে পছন্দ করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণিকভাবে নিয়োজিত। তাঁরা অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করে থাকে। শেকৃবিতে কোনো র‌্যাগিং নেই। কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হয়, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। ড. বেলাল তার বক্তব্যে বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি শিক্ষা পদ্ধতির অগ্রদূত। এই উপমহাদেশের অবিভক্ত বাংলার মূখ্য মন্ত্রী এ কে ফজলুল হক ১৯৩৮ সালে ১১ ডিসেম্বর দি বেঙ্গল এগ্রিকাচারাল ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কোষাধ্যক্ষ নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই একটা প্রোগ্রাম পরিকল্পনা তৈরী করে নাও এবং সেটা অনুযায়ী নিজের শিক্ষাজীবন পরিচালিত করো তবেই সফল হবে।

আলোচনা পর্ব শেষে বিকেল ২:০০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী কোর্স লে-আউট উপস্থাপন করেন। ২:১৫ টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন বাংলাদেশে কৃষি গ্র‍্যাজুয়েটদের সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়। দিনব্যাপী আয়োজনে বিকেল ২:৩০টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা মেতে ওঠে উচ্ছ্বাসে।