সবুজ বাংলাদেশ গড়তে রাজশাহীতে রোটারির প্রকৃতিযাত্রা”

এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল শুক্রবার ১২ সেপ্টেম্বর রোটারি ক্লাব অফ ইকো ঢাকা-এর উদ্যোগে পরিচালিত দেশব্যাপী প্রকল্প “প্রকৃতিযাত্রা” রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হয়েছে। “পৃথিবীর সুরক্ষায়, প্রাণ-প্রকৃতি রক্ষায়, সকলের সচেতনতায় গড়বো দেশ প্রকৃতিযাত্রায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।

রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল-এর নেতৃত্বে এবং রোটারি ক্লাব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব মেট্রোপলিটন, রোটারি ক্লাব রাজশাহী শাইনিং, রোটারি ক্লাব ঢাকা কাওরানবাজার ও রোটারি ক্লাব ইকো ঢাকা-এর যৌথ অংশগ্রহণে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। র‌্যালির পর অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পদ্মা বাঁধের রাস্তার দু’ধারে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফুলতলা থেকে মিজানের মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠিত এক সাধারণ সভায় “আরসিসি ইকো ফুলতলা রাজশাহী” নামে নতুন একটি Rotary Community Corps (RCC) গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং মো: তোফাজ্জল হোসেন তোফা-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ইকো ঢাকা-এর রোটারিয়ান মো: সাইফুল ইসলাম শামীম ও আহমেদ বাদল, রোটারি ক্লাব পদ্মা রাজশাহী-এর এম এ মান্নান এবং রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল-এর মো: মিজানুর রহমান, হাসিবুল হাসান নান্নু, ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, ড. গোলাম মাওলা, মো: শরিফুল ইসলাম, আতিকুর রহমান, আবুল বাশার পল্টুসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

“প্রকৃতিযাত্রা” কর্মসূচির মাধ্যমে রোটারি সদস্যরা পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক দায়িত্ব পালনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।