এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শাপলা কালচারাল একাডেমী, এয়ার পোর্ট রোড, শাহ মখদুম, রাজশাহী এ, বিকাল ৫.৩০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোঃ হবিবুর রহমান (অবসরপ্রাপ্ত), রাজশাহী কলেজ, রাজশাহী। তিনি বলেন "প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন, তাদের কর্মসংস্থান হওয়া মানে সমাজের উন্নয়ন।
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মো. মহসিন আলী। রোটারি প্রত্যয় পাঠ করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আতিকুর রহমান।
বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বলেন, ক্লাব আই পি পি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সি পি হাসিবুল হাসান নান্নু, রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার রোটারিয়ান ড. গোলাম মওলা এবং রোটারিয়ান ইঞ্জি. মো. শরিফুল হক। প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ নিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান মো. মিজানুর রহমান।
উক্ত প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে উত্তরণ ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি লিঃ, রাজশাহী এবং সেলাই মেশিন প্রদান করেছে বেটার নেচার এ্যান্ড সোসাইটি, রাজশাহী। সার্বিক ব্যবস্থাপনায় ছিল রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।