কুয়াকাটাসহ বরিশাল বিভাগে পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য অপসারণ ও সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন

এগ্রিলাইফ২৪ ডটকম: পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতেসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এই অভিযানে কুয়াকাটা সমুদ্র সৈকতের ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‍্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য।

এর পাশাপাশি শিক্ষার্থীদের ও জন সাধারণকে সম্পৃক্ত করে বরিশাল জিলা স্কুল, বরিশাল সদর গার্লস, চাঁদ পাশা উচ্চ বিদ্যালয় বাবুগঞ্জ, কড়াপুর দাখিল মহিলা মাদ্রাসায়, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুয়াকাটার পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল ও মাদ্রাসা, এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালী তে বিভিন্ন বাজারে সচেতনতা মূলক আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিইজিআইএস অংশগ্রহণ করে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, “পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে এবং যত্রতত্র প্লাস্টিক না ফেলতে সকলের প্রতি আহ্বান জানান।