এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ নভেম্বর ২০২৪ তারিখে (২০২৪ সালের ৩৪তম সভা) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদানের জন্য সুপারিশ করা হয়। পরে সুপারিশটি মাননীয় প্রধান উপদেষ্টা ২৪ নভেম্বর ২০২৪ তারিখে সদয় অনুমোদন করেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অত্যন্ত চৌকস, ডায়নামিক ও সুযোগ্য মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক-এর গ্রেড-১ প্রাপ্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।