পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ড. এ, কে, এম অলি উল্যা

এগ্রিলাইফ২৪ ডটকম: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. এ, কে, এম অলি উল্যা পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের কৃতি শিক্ষার্থি ড. এ, কে, এম অলি উল্যা অত্যন্ত মেধাবী ও চৌকষ কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে তাঁর বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভাকাংখিরা অভিনন্দন জানিয়েছেন।

ব্যক্তি জীবনে তিনি দুই কন্য ও এক পুত্র সন্তানের জনক। নতুন কর্মস্থলে তিনি সংশ্লিস্ট সকলের দোয়া ও আন্তনিক সহযোগিতা কামনা করেছেন।