নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ভাসমান কৃষিপ্রযুক্তি বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বাবুগঞ্জ উপজেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ারুল মোনিম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উজিরপুরের কিষাণী ফাতেমা আক্তার, কালকিনির কৃষক কামাল হোসেন প্রমুখ। মাঠদিবসে বানারিপাড়া, উজিরপুর, আগৈলঝড়া, নেছারাবাদ, নাজিরপুর এবং কালকিনির ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মাঠদিবসে প্রধান অতিথি বলেন, বিশেষজ্ঞদের আশঙ্কা- পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আগামী ৪০-৫০ বছর পর দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত থাকবে। তবে এমন প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ফসল উৎপাদনে সক্ষম হবো, যদি সেখানে ভাসমান পদ্ধতিতে শস্য আবাদ করি। তাই প্রকৃতির সাথে তালমিলিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে।