২০২৪ সালের মার্চে সর্বোচ্চ বিক্রির রেকর্ড অর্জন করে নতুন উচ্চতায় এসিআই অ্যানিমেল হেলথ্

এগ্রিলাইফ২৪ ডটকম: ২০২৪ সালের মার্চে এসিআই অ্যানিমেল হেলথ্ ; শুরু থেকেই ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড অর্জন করে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। সফল নেতৃত্ব, সঠিক পরিকল্পনা এবং সকলের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিক সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে।

এসিআই অ্যানিমেল হেলথ্-এর সকল পর্যায়ের কর্মকর্তারা এ গৌরবের অংশ হতে পেরে গর্বিত। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন সর্বশক্তিমানের কৃপায় এটি একটি নতুন উচ্চতার সূচনা। এজন্য এসিআই এনিমেল হেলথ্ প্রাণিসম্পদ সেক্টরের সকল পর্যায়ের স্টেক হোল্ডার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

এসিআই এনিমেল হেলথ্ -এর পণ্য ও সেবার উপর আস্থা রাখার জন্য এসিআই এনিমেল হেলথ্ তাদের সম্মানিত গ্রাহক, পরামর্শদাতা এবং ব্যবসায়িক অংশীদারদের নিকট চির কৃতজ্ঞ। আগামীতে তাদের সেবার মান আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এসিআই এনিমেল হেলথ্ টিম নিরলসভাবে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।