এগ্রিলাইফ২৪ ডটকম: দিগন্ত বিস্তৃত জলরাশি যেকোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। নীল আকাশ যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে হাওরের জলরাশির এপার-ওপার। হাওরের ছোট–বড় নৌকা দিয়ে মাছ ধরার দৃশ্য দেখে মনে হবে যেন এক একটি জীবন্ত ছবি।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এসিআই এনিমেল জেনেটিক্স-এর আয়োজনে এবং স্থানীয় পরিবেশক জনাব মনসুর আলীর আমন্ত্রনে ইটনা ও মিঠামইন-এ নৌকা ভ্রমনের মাধ্যমে প্রকৃতির প্রকৃতির এ দৃশ্য উপভোগ করলেন কিশোরগঞ্জের ৮৫ জন লাইভস্টক এসিস্ট্যান্ট। দিনব্যাপি বার্ষিক এল এ রিইউনিয়ন, নৌকা ভ্রমন ও ফুটবল ম্যাচে মাতোয়ারা ছিলেন সকলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.মনিরুজ্জামান (মার্কেটিং ম্যানেজার), ডা.খোরশেদ আলম (ম্যানেজার ট্রেইনিং ডিপার্টমেন্ট এসিআই লিমিটেড), কাবলু দাস (এসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং সার্ভিসেস), কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মঈন (এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার), কৃষিবিদ জাহিদুল ইসলাম (সিনিয়র এরিয়া ম্যানেজার) এবং সিনিয়র মার্কেটিং অফিসার শামিম পারভেজ।