এগ্রিলাইফ২৪ ডটকমঃ গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ও পরিচালনার জন্য কনসাল্টিং ফার্ম খুঁজছে জাকস ফাউন্ডেশন। বিস্তারিত সংযুক্ত (Terms of Reference) ToR)-এ উল্লেখ রয়েছে। আবেদন পত্র বা প্রস্তাবনা পাঠানোর শেষ সময়: ১৭/১১/২০২৪। আবেদন পত্র বা প্রস্তাবনা পাঠাতে হবে নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বরাবরে; This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই ইমেইলে।
গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পাদনের ক্ষেত্রে কনসাল্টিং ফার্ম নিয়োগ সংক্রান্ত র্কমপরিধি
১.০ জাকস ফাউন্ডেশন সম্পর্কে
জাকস ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক সহায়তাপুষ্ট একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এবং শুরু থেকেই গ্রামীণ ও নগর উন্নয়নে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে জড়িত। জাকস ফাউন্ডেশন তৃণমূল এবং সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে যেমন ক্ষুদ্র ঋণ, সম্পদ বৃদ্ধি এবং দরিদ্র পরিবারের দারিদ্র্য দূরীকরণের জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার ও সম্পদ উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা, বৃক্ষরোপণ, স্যানিটেশন, সামাজিক সচেতনতা, প্রাণিসম্পদ বীমা, প্রশিক্ষণ ও অনুদান সহায়তা, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মসূচি, জলবায়ু, গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ইত্যাদি। বর্তমানে সংস্থাটি জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর এবং গাইবান্ধা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংস্থাটি ১৯৬১ সালের ‘স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ এর আওতায় নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: জয়-১৫০/৯, তারিখ ৫ এপ্রিল ১৯৯৫ খ্রিঃ। ১৩/০৮/১৯৯৭ খ্রিঃ-এ পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের ৭১তম সভায় সয়যোগী সংস্থা হিসেবে তালিকাভূক্ত হয়েছে এবং ১৯৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর আওতায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, বাংলাদেশ কর্তৃক নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: এস-৯১৭০/২০০৯, তারিখ: ০৯/০৪/২০০৯ খ্রিঃ। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতে সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান; যার সনদ নং-০১৪২০-০১২২১-০০২৩১, তারিখ: ১৪/০৫/২০০৮ এবং যার প্রধান কার্যালয় ঠিকানাঃ সবুজনগর, জয়পুরহাট সদর, জয়পুরহাট।
২.০ Rural Microenterprise Transformation Project (RMTP) সম্পর্কে
International Fund for Agricultural Development (IFAD) এবং DANIDA’র যৌথ অর্থায়নে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন RMTP নামক প্রকল্পটি জাকস ফাউন্ডেশনের মাধ্যমে জয়পুরহাটের ২টি উপজেলায় (আক্কেলপুর ও জয়পুরহাট সদর) বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোগের আর্থিক পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি নির্বাচিত ভ্যালু চেইন উপ-প্রকল্পসমূহের আওতায় প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ পোল্ট্রি পণ্যের উৎপাদনের সাথে জড়িত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, উদ্যোক্তা এবং অন্যান্য মার্কেট অ্যাক্টরদের আয়বৃদ্ধিসহ পণ্যের তুলনামূলক সুবিধা এবং পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের ব্র্যান্ড ইমেজ তৈরির পাশাপাশি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সনদায়ন, বিপণন এবং রপ্তানি পণ্য বৃদ্ধিকরণ করা হচ্ছে। এ পর্যায়ে, উক্ত উপ-প্রকল্পের কার্যক্রমের আওতায় পলিসি এডভোকেসীর অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের ২১ জন কর্মকর্তাকে গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাধারণ শর্তাবলী:
১. অংশগ্রহণকারী: প্রাণিসম্পদ অধিদপ্তরের ২১ জন কর্মকর্তা।
২. ডিএলএস হতে চিটি ইস্যু করে প্রশিক্ষণার্থীকে আমন্ত্রণ জানাতে হবে।
৩. ২ দিন ব্যাপী প্রশিক্ষণ চলমান রাখতে হবে।
ডেলিভেরাবল:
১. ভেন্যু
২. আবাসন (প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক)
৩. খাবার (২৫ জন)
৪. স্টেশনারী
৫. প্র্রশিক্ষণার্থীর যাতায়াত ভাতা
৬. প্র্রশিক্ষক সম্মানী
প্রস্তাবনা: কারিগরী (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ফ্যামিলিয়ারিটি, গবেষণা প্রকাশনা, ভাষা, কম্পিউটার) ও আর্থিক প্রস্তাবনা (ভ্যাট ও ট্যাক্স সহ) পাঠাতে হবে আগামী ১৭/১১/২০২৪ এর মধ্যে পাঠাতে হবে।
বিল পরিশোধ পদ্ধতি: নির্বাচিত প্রতিষ্ঠানকে ভ্যাট ও ট্যাক্স কর্তন করে বিল পরিশোধ করা হবে। প্রয়োজনে এডভান্স পে প্রদান করা হবে।।
(বিঃ দ্রঃ প্রয়োজনে যে কোন শর্তাবলী পরিবর্তনের অধিকার জাকস ফাউন্ডেশন কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।)