সমীরণ বিশ্বাসঃ ঢলে পড়া (Fusarium Wilt ) ছত্রাক রোগ। আক্রান্ত ফসল: কুমড়া জাতীয় ফসল যেমন-শসা, লাউ, কুমড়া ইত্যাদি
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়িয়ে ফেলা। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা। প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স -২০০ দ্বারা বীজ শোধন করা। কোন কোন ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ৪ গ্রাম কাবেন্ডাজিম এর এগবেন জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায় ব্যবহার করে উপকার পাওয়া যায়।
ব্যাক্টেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ (Bacterial Wilt)
আক্রান্ত ফসল: টমেটো, বেগুন, আলু, মরিচ ইত্যাদি
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা। শস্য পর্যায়ক্রম করা যেমন ভুট্টা, সরিষা, গম। রোগ সহনশীল জাত চাষ করা। পরিমিত সেচ প্রদান। এ রোগ ধরে গেলে সেচ বন্ধ করা। বীজ ও চারা শোধন করা (স্ট্রেপ্টোসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন ১ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে। হেক্টর প্রতি ৫ টন অর্ধপচা মুরগির বিষ্ঠা লাগানোর কমপক্ষে ২১ দিন আগে জমিতে প্রয়োগ করে মিশিয়ে দেয়া এবং মাটির সাথে ভালভাবে পচাতে হবে। সরিষার খৈল ৫০০ কেজি/হেক্টর হারে জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।
কাবোফুরান এর জেনেফুরান ৫ জি নামক কৃমিনাশক ২৫ কেজি/হেক্টর হারে চারা লাগানোর সময় অথবা জমির শেষ চাষের সময় প্রয়োগ করলে টমেটোর ঢলে পড়া রোগ এবং শিকড়ে গিঁট কৃমি বা রুট নট নেমাটোড স্বার্থক ভাবে দমন করা যায়।
লেখক: কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।