ঐতিহ্যের বৈচিত্র্য উদযাপনে 'ঐতিহ্যের হাট'

এগ্রিলাইফ২৪ ডটকমঃ বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত সব পণ্যের পশরা সাজিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'ঐতিহ্যের হাট'। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় এবং একই সাথে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা জোগাতে “ঐতিহ্যের হাট” শিরোনামে, ব্র্যান্ডিং বাংলাদেশ শ্লোগান নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করা এই ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ।

আজ সোমবার (১৮ নভেম্বর) বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্যাম্পাসে এ বিশেষ হাটের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক (১৮-২৪ নভেম্বর) সপ্তাহের উদ্বোধন করা হয়; জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব- উল হক মজুমদার, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাসুম ইকবাল, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইকের ন্যাশনাল হোস্ট কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

এ বছর 'ঐতিহ্যের হাট' আয়োজন করা হচ্ছে গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশিপ উইক ২০২৪ উদযাপনের অংশ হিসেবে। গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশিপ উইক ১৮ থেকে ২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত উদযাপিত হবে, যার মধ্যে এই বিশেষ ইভেন্টটি অন্যতম আকর্ষণ। এ আয়োজনের কো-পার্টনার হিসেবে রয়েছে ‘সোশ্যাল বিজনেস স্টুডেন্টস' ফোরাম’ এবং ক্লাব পার্টনার ‘বিজনেস এন্ড এডুকেশন ক্লাব’।

'ঐতিহ্যের হাট' এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যবসায়িক ধারণা একত্রিত হয়ে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটি বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগ্রত করবে। "