‘‘সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ’’ কোর্স পরিচালনার জন্য কনসালট্যান্ট খুঁজছে জাকস ফাউন্ডেশন

এগ্রিলাইফ২৪ ডটকমঃ ‘‘সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ’’ কোর্স পরিচালনার জন্য কনসালট্যান্ট খুঁজছে জাকস ফাউন্ডেশন। বিস্তারিত সংযুক্ত Terms of Reference (ToR)- এ উল্লেখ করা রয়েছে। আবেদন বা প্রস্তাবনা পাঠানোর শেষ সময়: ২৮/১১/২০২৪। আবেদন বা প্রস্তাবনা পাঠাতে হবে নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বরাবরে; This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  এই ইমেইলে।

 ‘‘সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ’’ কোর্সটি সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তি পরামর্শক নিয়োগ সংক্রান্ত কর্মপরিধি

 ১.০ জাকস ফাউন্ডেশন সম্পর্কে

জাকস ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক সহায়তাপুষ্ট একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এবং শুরু থেকেই গ্রামীণ ও নগর উন্নয়নে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে জড়িত। জাকস ফাউন্ডেশন তৃণমূল এবং সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে যেমন: ক্ষুদ্র ঋণ, সম্পদ বৃদ্ধি এবং দরিদ্র পরিবারের দারিদ্র্য দূরীকরণের জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার ও সম্পদ উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা, বৃক্ষরোপণ, স্যানিটেশন, সামাজিক সচেতনতা, প্রাণিসম্পদ বীমা, প্রশিক্ষণ ও অনুদান সহায়তা, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মসূচি, জলবায়ু, গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ইত্যাদি। বর্তমানে সংস্থাটি জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর এবং গাইবান্ধা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংস্থাটি ১৯৬১ সালের ‘স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ এর আওতায় নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: জয়-১৫০/৯, তারিখ ৫ এপ্রিল ১৯৯৫ খ্রিঃ। ১৩/০৮/১৯৯৭ খ্রিঃ-এ পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের ৭১তম সভায় সয়যোগী সংস্থা হিসেবে তালিকাভূক্ত হয়েছে এবং ১৯৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর আওতায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, বাংলাদেশ কর্তৃক নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: এস-৯১৭০/২০০৯, তারিখ: ০৯/০৪/২০০৯ খ্রিঃ। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতে সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান; যার সনদ নং-০১৪২০-০১২২১-০০২৩১, তারিখ: ১৪/০৫/২০০৮ এবং যার প্রধান কার্যালয় ঠিকানাঃ সবুজনগর, জয়পুরহাট সদর, জয়পুরহাট।

২.০ Rural Microenterprise Transformation Project (RMTP) সম্পর্কে

International Fund for Agricultural Development (IFAD) এবং DANIDA’র যৌথ অর্থায়নে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন RMTP নামক প্রকল্পটি জাকস ফাউন্ডেশনের মাধ্যমে জয়পুরহাটের ২টি উপজেলায় (পাঁচবিবি ও আক্কেলপুর) বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোগের আর্থিক পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি নির্বাচিত ভ্যালু চেইন উপ-প্রকল্পসমূহের আওতায় প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ সবজি ও ফসল উৎপাদনের সাথে জড়িত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, উদ্যোক্তা এবং অন্যান্য মার্কেট অ্যাক্টরদের আয়বৃদ্ধিসহ পণ্যের তুলনামূলক সুবিধা এবং পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের ব্র্যান্ড ইমেজ তৈরির পাশাপাশি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সনদায়ন, বিপণন এবং রপ্তানি পণ্য বৃদ্ধিকরণ করা হচ্ছে। এ পর্যায়ে, পণ্যসমূহকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে ব্রান্ডিং কার্যক্রম সম্পাদনের নিমিত্তে ‘‘সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ’’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩.০ ‘‘সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ’’ কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য

   পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন RMTP-এর আওতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক ‘‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উক্ত ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহের প্রচার-প্রচারণার লক্ষ্যে উপরোক্ত সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করতে হবে। এ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ নিশ্চিত করা সম্ভব হবে:

         ক) অনলাইনভিত্তিক বাজার ব্যবস্থার উপযোগী উদ্যোক্তাদেরকে শনাক্ত করা যাবে।

   খ) উদ্যোক্তারা সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি ব্যবহার করে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন প্রস্তুত থেকে শুরু করে শ্রেণি, বয়স, অবস্থান অনুযায়ী মানুষের মধ্যে প্রচারণা করতে সক্ষম হবেন।

গ) পণ্য কিভাবে ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয় সে সম্পর্কে উদ্যোক্তারা জানতে পারবেন।

ঘ) উদ্যোক্তাদের অনলাইন মার্কেট (ই-কমার্স, এফ-কমার্স) এ প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।

৪.০ সোস্যাল মিডিয়া পেইজ ও কনটেন্ট প্রস্তুত সংক্রান্ত কোর্সটির আলোচ্য বিষয়সমূহকে ৬টি মডিউলে বিভক্ত করা হয়েছে, মডিউলসমূহ ও সেগুলোর বিষয়বস্তু নিম্নরূপ (এতৎসংশ্লিষ্ট সেশন পরিচালনা পরিকল্পনা সংযুক্তি-১ দ্রষ্টব্য)-

 

উদ্বোধন ও প্রশিক্ষণ বিষয়ক প্রাথমিক আলোচনা

Meta Business Suite

·   উদ্বোধন, রেজিস্ট্রেশন, জড়তা বিমোচন

·   প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সাধারণ ধারণা

·   Meta Business Suite বিষয়ক ধারণা

·   Meta Business সেটিংস

·   ফেসবুক পেজ অ্যাক্সেস ব্যবস্থাপনা

·   ফেসবুক বিষয়ক নিরাপত্তা (2FA, Spam)

সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক ধারণা

Ads Manager

·   সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা

·   পণ্যের ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা উন্নয়ন সম্পর্কে ধারণা

·   পণ্যের মান উন্নয়ন বিষয়ক ধারণা

·   পণ্যের প্যাকেজিং বিষয়ক ধারণা

·   পণ্যের পরিবহণ বিষয়ক ধারণা

·   বিভিন্ন প্রকার সোশ্যাল চ্যানেল বিষয়ক আলোচনা

·   ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল চ্যানেলের ব্যবহার বিষয়ক আলোচনা

·   Ads Manager বিষয়ক ধারণা

·   Facebook Ads Manager বিষয়ক ধারণা

·   Facebook Ads Auction

·   Facebook Ads-এর কার্যকারিতা

·   বুস্টিং ও মেট্রিক্স বিষয়ক ধারণা

·   পেমেন্ট ও পণ্যের ডেলিভারি বিষয়ক ধারণা 

 

ফেসবুকভিত্তিক মার্কেটিং কৌশল

ইউটিউবভিত্তিক মার্কেটিং কৌশল

·   ফেসবুক পেজ প্রস্তুতকরণ এবং অপটিমাইজেশন

·   ফেসবুক অ্যালগরিদম-এর কার্যপদ্ধতি

·   ক্যালেন্ডারভিত্তিক কনটেন্ট ব্যবস্থাপনা

·   ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ক ধারণা

·   লাইভ এবং রিল প্রস্তুতকরণ

·   ফেসবুক মনেটাইজেশন

·   ইউটিউব চ্যানেল প্রস্তুতকরণ

·   ভিডিও প্রস্তুত বিষয়ক ধারণা

·   Thumbnail প্রস্তুতকরণ

·   ইউটিউব অ্যানালাইটিক্স

·   করণীয়  এবং করণীয়  নয় বিষয়ক আলোচনা

 

৫.০ পরামর্শক কর্তৃক প্রদেয় ডকুমেন্টস/নথি

ক) পরামর্শক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পণ্যভিত্তিক উদাহরণের মাধ্যমে অনুচ্ছেদ ৪.০ এবং সংযুক্তি-১ মোতাবেক উপরোক্ত প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণার্থী মূল্যায়ন ফর্ম প্রস্তুত করবেন এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নসহ (Pre and Post-evaluation) তা জাকস ফাউন্ডেশনে জমা প্রদান করবেন।

খ) প্রশিক্ষণ সংক্রান্ত মডিউলভিত্তিক শিখন ডকুমেন্ট-এর সফটকপি, অডিও/ভিডিও কনটেন্ট উদ্যোক্তাদেরকে প্রদান করবেন।

 

৬.০ চুক্তির সময়কাল

জাকস ফাউন্ডেশনের প্রশিক্ষণ বাস্তবায়ন পরিকল্পনায় নির্দেশিত ব্যাচের সংখ্যা (৮ ব্যাচ; প্রতি ব্যাচে ২০ জন) অনুযায়ী পরামর্শক প্রশিক্ষণ প্রদানের জন্য চুক্তিবদ্ধ হবেন। প্রতি ব্যাচের আওতায় নির্দিষ্ট সংখ্যক উদ্যোক্তাদেরকে অনুচ্ছেদ-৪ মোতাবেক ১ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করতে হবে। উক্ত প্রশিক্ষণ বিষয়ে পরামর্শক জাকস ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর) সাথে যোগাযোগ বজায় রাখবেন এবং তাঁকে এতদসংশ্লিস্ট যেকোনো প্রকারের রিপোর্টিং করবেন।

৭.০ পরামর্শকের যোগ্যতা ও অভিজ্ঞতা

  ক. শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।

খ. অভিজ্ঞতা:

  1. i) স্বনামধন্য প্রশিক্ষণ একাডেমি, বিজ্ঞাপনদাতা এজেন্সি/প্রতিষ্ঠান, ডিজিটাল মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ওয়েব মিডিয়া/ব্লগ, ডিজিটাল এডূকেশন টেকনোলজি (Edtech)/ অ্যাডভার্টাইজিং টেকনোলজি (Adtech) স্টার্ট-আপ-এ কমপক্ষে ০৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  2. ii) সোশ্যাল মিডিয়া মার্কেটিং/ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রশিক্ষক হিসেবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া/ডিজিটাল প্ল্যাটফর্ম (যেমনঃ Facebook, Twitter, Instagram. LinkedIn, Tiktok, YouTube ইত্যাদি)-এ সৃজনশীল ও আকর্ষণীয় কনটেন্ট প্রস্তুত সংক্রান্ত, সোশ্যাল মিডিয়া মেট্রিক্স এবং অ্যানালাইটিক্স সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

গ) বৈষয়িক দক্ষতাঃ নিম্নোক্ত বিষয়সমূহে দক্ষতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

  1. i) Canva/Canva pro
  2. ii) Chat GPT

iii)  Lead Generation

  1. iv) Search Engine Optimization (SEO)
  2. v) Google Advertising Campaigns and Analytics
  3. vi) Video content creation

vii) Social Media Page/Channel Boosting

viii) YouTube Marketing

ঘ) কম্পিউটার স্কিলঃ পরামর্শকের উপরোক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের জন্য প্রয়োজনীয় কম্পিউটার স্কিল যেমনঃ মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স বিষয়ক সফটওয়্যার ইত্যাদি চালনার অভিজ্ঞতা থাকতে হবে।    

 ঙ) বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

. পরামর্শক (জাতীয়) নির্বাচন পদ্ধতি

 পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ দ্বারা নির্দেশিত ব্যক্তি পরামর্শক নির্বাচন (ICS) পদ্ধতি অনুসারে পরামর্শক  নির্বাচন করা হবে। চুক্তির ধরণ হবে থোক। এতৎসংক্রান্ত পয়েন্ট বন্টন নিম্নে দেওয়া হলো-

ক্রমিক

পরামর্শক মূল্যায়নের মানদণ্ড

পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা

২০

অভিজ্ঞতা

৫০

বৈষয়িক দক্ষতা

১৫

কম্পিউটার স্কিলস

১০

মোট  

৯৫

 

 বিঃদ্রঃ অবশিষ্ট ৫ পয়েন্ট মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে।

৯.০ ব্যয়/আর্থিক প্রস্তাবনা

পরামর্শক উপরোক্ত পরামর্শক সেবা কাজের বিস্তারিত আর্থিক প্রস্তাবনা প্রেরণ করতে পারবেন। খরচ বাংলাদেশী মুদ্রায় (BDT) প্রকাশ করা হবে এবং সমস্ত অর্থ প্রদান স্থানীয়ভাবে একই মুদ্রায় করা হবে। ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য (যদি থাকে) সরকারী নিয়ম অনুযায়ী কর্তন প্রযোজ্য হবে।

১০.০ মূল্য পরিশোধ প্রক্রিয়া

পরামর্শককে সংস্থার কাছে জমা দেওয়া চালানের উপর ভিত্তি করে অর্থ প্রদান করা হবে। এই চুক্তির অধীনে পরামর্শককে A/c Payee চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হবে।