নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের মুলাদীতে কৃষির সেচনালা উদ্বোধন করা হয়েছে। ০২ এপ্রিল উপজেলার চরলক্ষীপুর গ্রামের এই সেচনালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাইকার প্রনিনিধি মো. ফয়সাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. বাহাউদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার জানান, এতদিন চরলক্ষীপুর গ্রামের ২২ একর জমিতে জলাবদ্ধতা ছিল।তাই আমন ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হতো না। এখন ড্রেন নির্মাণ হওয়ায় আমনের পর সরিষা, সূর্যমুখী এবং সয়াবিনসহ অন্যান্য রবিশস্য আবাদ করা যাবে। ইচ্ছে হলে পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে বোরো ধানও চাষ করা সহজ হবে।এর মাধ্যমে শস্যনিবিড়তা বাড়বে আশানুরূপ।
উল্লেখ্য, সেচনালা নির্মাণে খরচ হয়েছে ১১ লাখ ২০ হাজার টাকা। আর এই অর্থের যোগানদাতা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা জাইকা।