কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদ হয়ে যাওয়ার ব্যবস্থাপনা

সমীরণ বিশ্বাস: মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, চালকুমড়া, লিচু, আম, কুল, করলা, লাউ, ঝিঙ্গা, চিচিংগা, এবং কুমড়া জাতীয় সকল সবজিতে পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাটি দেখা যায়। মিষ্টিকুমড়া, পটল, তরমুজ,খিরা, সরিষা, লাউ, চালকুমড়া, করলা, ধুন্দল, শসা, ফসলের পাতা হলুদ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে বাংলাদেশের কুমড়া জাতীয় ফসল হলুদ হবার প্রধান কারণ হলো, ডাউনি মিলডিউ, মূলত এটি ছত্রাকজনিত রোগ।

পাতা হলুদের কারণ:
পুষ্টি জনিত ঘাটতির কারনে, জলাবদ্ধতার কারনে, অতিরিক্ত সেচ, পানি স্বল্পতা, ছত্রাকজনিত রোগ (Fungal Diseases), পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ, ভাইরাসজনিত মোজাইক ভাইরাস, পোকামাকড়ের আক্রমনে যেমন, এফিড ও হোয়াইটফ্লাই গাছের রস শুষে খায় এবং এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়। উল্লেখিত এ সমস্ত কারণে কুমড়া জাতীয় গাছ হলুদ হয়ে থাকে।

ডাউনি মিলডিউ:
ডাউনি মিলডিউ মূলত ছত্রাকজনিত রোগ। কুমড়া জাতীয় ফসলে, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষক তথা মাঠ পর্যায়ে ডাউনি মিলডিউ নামের রোগটি প্রচন্ডভাবে ক্ষতি করে থাকে। আজ আমরা মূলত কুমড়া জাতীয় ফসলের এই ডাউনি মিলডিউ রোগটি নিয়ে আলোকপাত করব।

রোগের লক্ষণঃ বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংয়ের তালির মত কোনাকুনি দাগ দেখা যায়। পাতার নিচের দিকেও অনুরুপ দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত গাছের ফুল ও ফল কম হয় এবং ফল স্বাদহীন হয়। আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় । পাতাগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং শেষমেশ শুকিয়ে যেতে থাকে। রোগটি ফুলের উপরও প্রভাব ফেলতে পারে, যার ফলে ফুলগুলো বিকৃত হতে পারে এবং গাছের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়।

আক্রমণের সময়ঃ শীতল রাত ও উষ্ণ দিনের আবহাওয়ায় পাউডারি মিলডিউ বেশি ছড়ায়। খরা বা কম বৃষ্টিপাতের সময়। নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহারে। আলো-বাতাস চলাচলের অভাব থাকলে। এ রোগ ছড়ানোর উত্তম সময়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। শীতে এই রোগ বেশি দেখা যায়। ফসলের ক্ষেতে অতিরিক্ত পানি জমে থাকলেও এ রোগ দেখা দিতে পারে। ফসলের ক্ষেতের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকা এবং আগাছা পরিষ্কার না করলেও এ রোগের বিস্তার ঘটতে পারে।

জৈব ব্যবস্থাপনাঃ আগাম বীজ বপন করা। প্রতিরোধী জাত ব্যবহার, আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ না করা। খেতে মালচিং পেপার ব্যবহার করা, মাটি চাষ দিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া, মাটিতে ট্রাইকোডার্মা ব্যবহার করা, ঠান্ডা সহনশীল জাত চাষ করা। ভালো ড্রেনেজ ব্যবস্থা, গাছের চারপাশে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করা, বেকিং সোডা স্প্রে: এক চামচ বেকিং সোডা এবং এক লিটার পানির মিশ্রণ স্প্রে করলে রোগের প্রকোপ কমতে পারে। নিম তেল স্প্রে করা, এক কেজি পেঁপে পাতা কুচি কুচি করে কেটে এক লিটার পানিতে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং ১২ ঘন্টা ভিজিয়ে রেখে উহাতে ১০ লিটার পানি যোগ করে ছেঁকে নিয়ে স্প্রে করতে হবে। আক্রান্ত পাতাগুলো দ্রুত সরিয়ে ফেলা, ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে বা মাটিতে পুঁতে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। সুষম সার ব্যবহার করা এবং নিয়মিত খেত পর্যবেক্ষণ করা।

রাসায়নিক ব্যবস্থাপনাঃ
প্রথম লক্ষণ দেখা মাত্রই ছত্রাকনাশক প্রয়োগ শুরু করা।
১. মেনকোজেব গ্রুপের (স্পর্শক) ছত্রাকনাশক প্রয়োগ কার (দুই- তিন দিন পর পর)
২. কার্বেন্ডাজিম গ্রুপের অন্তর্বাহী ছত্রাকনাশক প্রয়োগ কার (সাত দিন পর পর)
৩. এজোক্সিস্ট্রাবিন + সিপ্রোকোনাজল ( সিস্টেমিক) বহুমুখী গুনসম্পন্ন ছত্রাকনাশক প্রয়োগ কার (সাত দিন পর পর)

সতর্কতাঃ
১. অতিরিক্ত ছত্রাকনাশক (স্পর্শক) স্প্রে করলে ফুল ফল ঝরে যেতে পারে।
২. অতিরিক্ত ছত্রাকনাশক( সিস্টেমিক) স্প্রে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে।
৩. ছত্রাক নাশক বৃষ্টিতে ধুয়ে গেলে কাজ করবে না।

লেখক: কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।