এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের মানুষ প্রতি মাসে প্রায় ৯৪ লক্ষ মেট্রিক টন মাংস খায়। এর মধ্যে ৬৭ শতাংশ আসে মুরগি থেকে, বিশেষ করে ব্রয়লার মুরগি থেকে। এ মুরগির রোগ বালাই প্রতিরোধে সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় তৈরি মেডিসিন নিয়ে এসেছে, Orgavet Medicine Limited. Orgavet Medicine ব্যবহার করলে মুরগির কোন এন্টিবায়োটিক এর প্রয়োজন পড়ে না।
গ্রোথ ঠিক রেখে নিরাপদ উপায়ে মুরগি উৎপাদনে অনন্য একটি নাম অর্গাভেট এর এ অর্গানিক পণ্য। এটি ব্যবহারে মৃত্যু হার কম হয় ফলে খামারীরা লাভবান হয়। Orgavet Medicine টি ১২ টি প্রাকৃতিক ঔষধের সমন্বয়ে ফুল প্যাকেজ। এই মেডিসিনটি ঔষধি গাছের ফাইটোনিউট্রিয়েন্ট ও ১০ টি খনিজ লবণে সংমিশ্রণে পুষ্টি, রোগ প্রতিরোধ ও নিরাময়ে কাজ করে।
১০০০ মুরগির ৩৫ দিন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও বাড়ন্ত এর জন্য অর্গাভেট-এর একটি প্যাকেজই যথেষ্ট। এন্টিবায়োটিক ও সিন্থেটিক গ্রোথ প্রোমোটার মুক্ত হওয়ার কারণে এই মুরগির গোস্ত মানব শরীরের জন্য নিরাপদ ও খেতে অত্যন্ত সুস্বাদু। এছাড়া অর্গাভেট মেডিসিন লিমিটেড ২৪ ঘন্টা ফ্রি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে।