এগ্রিলাইফ২৪ ডটকম: গত ০২ অক্টোবর, কক্সবাজার জেলায় নবনিযুক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (DLO) ডাঃ মোঃ এ.এম. খালেকুজ্জামান-এর সাথে কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতি এবং কোস্ট ফাউন্ডেশনের আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের কর্মকর্তাগনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের পক্ষে প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ নুরে আলম প্রকল্পের বিভিন্ন বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন এবং চলমান কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন।
ডাঃ মোঃ এ.এম. খালেকুজ্জামান সানন্দে কর্মকর্তাগনকে ও প্রকল্পের কার্যক্রম এ সহযোগিতা করার আশ্বাস দেন। সময় সুযোগ করে, কার্যক্রমগুলো পরিদর্শন করারও ইচ্ছা পোষন করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় ডাঃ মোঃ এ.এম. খালেকুজ্জামান প্রকল্পের কর্মকর্তাগণকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।