এগ্রিলাইফ২৪ ডটকম: তানোরে জীবন ও জীবিকা উন্নয়নে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় প্রান্তিক নারী উদ্যোক্তাদের মাঝে জলবায়ু সহনশীল রসুন বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৪ ইং) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "ফুড ফর দ্যা হাংরি" (এফ এইচ এসোসিয়েশন) এর আয়োজনে তানোর উপজেলার কলমা, কামারগাও, বাধাইর ও চান্দুড়িয়া ইউনিয়নের ১২০ জন নারী উদ্দোক্তাদের মাঝে ৯০০ কেজি জলবায়ু সহনশীল রসুন বীজ বিতরন করা হয়।
এফ এইচের কমিউনিটি টিম লিডার নরেশ হাসদার পরিচালনায় ও সাথী বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফ এইচ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এফ এইচ এর সময়োপযোগী এ উদ্দ্যোগ গরীব চাষীদের সরাসরি উপকারে আসবে এবং আগামীতে এ ধরনের উদ্যোগ বেশি বেশি গ্রহন করবেন বলে আমি আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা বলেন, এসব রসুন বীজ যদি ভালোভাবে লাগানো যায় এবং সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে পারিবারিক চাহিদা পুরণ এবং বিক্রি করেও বাড়তি আয় করার সুযোগ পাবে।
মূলত এফ এইচ ২০১৬ সাল হতে তানোরে সমন্বিত পরিবার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় কৃষি,মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে কাজ করে আসছে।