এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে বি এল এস-এর আজীবন সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. সাবিনা সুলতানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রভোষ্টের দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
গত কাল বিকেল ৫:৩০ মিনিটে তার অফিসে ফুল দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, জেলা প্রাণীসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, এবং কৃষিবিদ মো. মাসিদুল আজাদ পিন্টু।
এই শুভেচ্ছা জানাতে উপস্থিত সকলেই ড. সাবিনা সুলতানার সাফল্য কামনা করেছেন এবং তার দক্ষ নেতৃত্বে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।