ক্যাম্পাস প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্যা পরবর্তীতে সহযোগিতা ও সুষম খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে “বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১:০০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন শেকৃবি’র রেজিস্ট্রার শেখ রেজাউল করিম ও ঢাকা ব্যাংক পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ।
এ সময়ে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মুহাঃ রাশেদুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ রজ্জব আলী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, শেখ সাহেরা খাতুন হল-এর প্রভোস্ট প্রফেসর ড. তাহমিনা আক্তারসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ তৌহিদ আহমেদ আশিকসহ অন্যান্য সমন্বয়কবৃন্দ, ঢাকা ব্যাংক পিএলসি এর এইচ.এম. মোস্তাফিজুর রহমান, ইভিপি এন্ড প্রধান রিটেইল বিজনেস বিভাগ ও সাংবাদিকবৃন্দ।