নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি কর্মকর্তাদের সাথে অতিরিক্ত পরিচালকের মতবিনিময় হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বরগুনার উপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, পটুয়াখালীর উপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, বরিশাল-ঝালকাঠি-ভোলা-পটুয়াখালী-বরগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, রেইন্স প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. তাজুল ইসলাম, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোসা. ফাহিমা হক, পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিস উত্তম ভৌমিক প্রমূখ।
সভায় চলতি আমন মৌসুমে ধানের উৎপাদন বাড়ানো এবং আসন্ন রবি মৌসুমে ফসলাবাদ অব্যাহত রাখার জন্য আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বরিশাল অঞ্চলের আওতাভুক্ত প্রকল্পসমূহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।