এগ্রিলাইফ২৪ ডটকম: SAU Computer Club - SAUCC ও WIT Institute - উইট ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে আয়োজিত "Excellence in Digital Marketing" এর অফলাইন ওয়ার্কশপটি আজ শেকৃবি ক্যাম্পাসের কৃষি অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক ড. মোহাম্মাদ রাশেদুল ইসলাম স্যার। তিনি উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তত্ত্বীয় বিষয়ের সাথে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব কতটা সে বিষয়ে ধারণা দিয়েছেন। এছাড়াও বর্তমানে প্রযুক্তিগত জ্ঞান কতটা প্রয়োজনীয় শিক্ষা এবং চাকুরী ক্ষেত্রে সে বিষয়েও ধারণা দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে উৎসাহীত করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর মোঃ মাসুদুল হাসান (মিথুন) স্যার ও নাজমুস সাকিব অনিক স্যার।
উক্ত অনুষ্ঠানে মডারেটরগণ ছাত্র পরামর্শক স্যারের হাতে স্মারক উপহার হিসেবে ক্লাবের লোগো তুলে দেন। এছাড়াও ছাত্র পরামর্শক স্যারের উপস্থিতি আজকের প্রোগ্রামের আয়োজক WIT Institute এর হাতে ক্লাবের স্মারক উপহার হিসেবে ক্লাবের লোগো তুলে দেয়া হয়েছে।
শেকৃবি কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার ওমর এর সঞ্চালনায় আজকের ওয়ার্কশপে সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি সাদিয়া হোসেন মীম ।
পুরোটা সেশনজুড়ে ট্রেইনার হিসেবে ছিলেন WIT Institute এর Foundee and CEO, নাজিফ রাফি স্যার৷ সেশনটি অনেক বেশি প্রানবন্ত এবং তথ্যবহুল ছিল। আজকের সেশনের মাধ্যমে Fundamentals of Digital Marketing, Types of Digital Marketing, Future opportunity of digital marketing and Job opportunities of digital marketing বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিল English Therapy এর পক্ষ থেকে গিফটের সুব্যবস্থা। সব মিলিয়ে আজকের সেশনটি অনেক বেশি কার্যকরী একটা সেশন ছিল যা অংশগ্রহণকারীদের জন্যে ভবিষ্যতে জন্যে ইতিবাচক ফল বয়ে আনবে বলে ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা আশাবাদ ব্যক্ত করেন।