এগ্রিলাইফ২৪ ডটকম: শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দির পরিদর্শন করলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২:৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনি নিজ ক্যাম্পাসের শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দির পরিদর্শন করেন। শারদীয় দূর্গা পূজা উৎযাপন কমিটি ২০২৪, মন্দিরের ঐতিহ্য হিসেবে সনাতন ধর্মের গরিবদের মাঝে বস্ত্র বিতরনের আয়োজন করেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন ধর্মীয় অনুশাসন মানুষকে শৃংঙ্খলাবদ্ধ জীবন যাপন ও অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে সহায়তা করে। তাই তিনি সকলকে নিজ নিজ ধর্ম মেনে চলার অনুরোধ জানান। আরও বক্তব্য রাখেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সিরাজ-উদ-দ্দৌলা হলের প্রভোষ্ট, অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সহকারী প্রক্টোর অধ্যাপক মোঃ আখতার হোসেনসহ অন্যান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মন্দিরের সেক্রেটারী অধ্যাপক ড. অলোক কুমার পাল।