মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধিঃ 'ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪'এ গণ বিশ্ববিদ্যালয় (গবি) বনাম বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। মোঃ রাসেল মুন্সীর নেতৃত্ব ম্যাচে ৫-০ তে জয় পায় গবি।
শনিবার (৩০ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় মাঠে দুপুর ২.৩০ সময় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে ৫-০ গোলে বিজিএমই ইউনিভার্সিটিকে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। এ জয়ের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয়টি। পেনাল্টি থেকে মোঃ সিফাতের গোলে এগিয়ে যায়। পরবর্তীতে যাথাক্রমে একটি করে গোল করে, সাইফ সামসুদ,মোঃ ফয়সাল আহমেদ,হিরা ঘোষ, কাফসাত তাইয়ুস।
ক্রীড়া কমিটির সভাপতি মোঃ শাহ আলম বলেন, দীর্ঘ পরিশ্রমের ফসল আমাদের এই প্রথম ম্যাচের জয়। খেলোয়াড়দের ঐক্যবদ্ধ এবং মানসিক শক্তির মাধ্যমে প্রতিটি ম্যাচে আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। সকলের উৎসাহ এবং সহযোগিতা কামনা করছি।
পরবর্তী ম্যাচে ২ ডিসেম্বর (সোমবার) বেলা আড়াইটায় গণ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিআরইউর মাঠে
উল্লেখ্য, ২০২৩ সালে এই আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে ৩২ টা বিশ্ববিদ্যালয়ের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণ বিশ্ববিদ্যালয়।