বাকৃবি প্রতিনিধি: ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফ্যাসিস্ট দোসরদের অপপ্রচার রুখে দেওয়ার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব মঞ্চ গঠনের দাবি তোলেন।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল করে শিক্ষার্থীরা আব্দুল জব্বার মোড়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি উপাচার্যের ভবনের সামনে দিয়ে কামাল রঞ্জিত মার্কেট প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়।
এসময় বাকৃবির শিক্ষার্থীদের ‘ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ এসব স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থী সাব্বির হোসেন রিজন বলেন, “আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো, প্রভুর মতো নয়। বিগত বছরে ভারত সর্ম্পক করেছে আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের সাথে নয়। এটা স্পষ্ট ফেলানী, আবু সাইদ এবং সাইফুল ইসলাম হত্যাকান্ডের পেছনে ভারতে হাত রয়েছে। আজকের এই ঘটনার পর ভারতে রাষ্ট্রদূতকে জবাবদিহি এবং তাকে বহিষ্কার করতে হবে। ভারতের অপপ্রচার ও তাদের দোসরদের প্রতিরোধ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব মঞ্চ গঠনের দাবি জানাচ্ছি।”
আরেক শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, “ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভুক্ত করার চেষ্টা করে আসছে। বাংলাদেশে ১৮ কোটি মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।”