ইসলামিক ডেস্ক: মহিমান্বিত মাস রমজানের পরই আমরা শাওয়াল মাস অতিবাহিত করছি। পবিত্র রমজানব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন তাদের মাঝে এখনও রয়েছে রোজার আমেজ। এখন যদি তারা শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখতে পারে তবেই মিলবে সারাবছর রোজা রাখার সওয়াব।
রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলে পুরো বছর রোজার সওয়াব পাওয়া যায়। সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, মহান আল্লাহ সব ভালো কাজের প্রতিদান ১০ গুণ করে দেন। তাই রমজান মাস ১০ মাসের সমতুল্য এবং পরবর্তী (শাওয়াল মাসের) ছয় রোজার মাধ্যমে এক বছর পূর্ণতা লাভ করে। ’ (নাসায়ি : ২/১৬২)
হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবিদের রাখার নির্দেশ দিতেন। হজরত আবু আইয়ুব আনসারি রা. থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সা. বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল।’ (মুসলিম: ২/৮২২)
আমরা যারা বিগত রমজানে ৩০ টা রাখতে পেরেছি আসুন পুরো বছর রোজার সওয়াব রাখার সুযোগ নেই।-শহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সে সুযোগ নেওয়ার তাওফিক দিন।-আমিন